কক্সবাজারে তিন কন্যাকে হত্যার দায়ে বাবার ফাঁসি

চট্টগ্রাম প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় তিন মেয়েকে জবাই করে হত্যার দায়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত বাবা আবদুল গণিকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছে।
হত্যা মামলা দায়েরের দীর্ঘ ২৩ মাস পর আদালতে বিচার কার্যক্রম চলাকালিন সাক্ষী ও শুনানি শেষে বাবার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মীর শফিকুল ইসলাম এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৫ মে চকরিয়ার বদরখালীতে গভীর রাতে ঘুমন্ত তিন মেয়ে শিশুকে জবাই হত্যা করেন বাবা আবদুল গণি। নিজ সন্তানদের খুন করার পর পালিয়ে যান তিনি। ঘটনার তিনদিন পর চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ৩ কন্যা সন্তানের মা বাদি হয়ে পরদিন চকরিয়া থানায় স্বামী আবদুল গনির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানির পর আবদুল গণিকে দোষী সাব্যন্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডে আদেশ দিয়েছে আদালত।মৃত্যুদন্ড প্রাপ্ত আবদুল গণি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের চৌধুরী পাড়ার বাসিন্দা।

কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মমতাজ আহমদ জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।###