কক্সবাজার থানা পুলিশের অভিযানে ৯ জন ছিনতাইকারী আটক

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ০৯ সশস্ত্র ছিনতাইকারী গ্রেফতার করেছে। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাত্রে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের কলাতলীস্থ চন্দ্রিমা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৬টি ছোরা, ৫টি মুখোশ  ও ৭টি লোহার রড সহ তাদের আটক করে। এর আগে গত ২ দিনে আরো সশস্ত্র ২৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন-কক্সবাজার শহরের পেশকার পাড়ার আবদুল করিম এর ছেলে খালেকুজ্জামান @ছাহিল @ ছানি (২০), মধ্যম বাহারছড়ার মৃত মোঃ হানিফ এর ছেলে নিহাত @নেহাত (২০), লাইট হাউজ পাড়ার শুক্কুর মিয়ার ছেলে মোঃ রুবেল (২২), বাহারছড়া এলাকার কেরামত আলীর ছেলে মহিউদ্দিন @বাপ্পা (২০), পেকুয়া থানার উলিদিয়া, সবুজ বাজার এলাকার আবুল কাশেম @কসাই কাশেম এর ছেলে আকাশ (২০), বাদশা ঘোনার এলাকার নুর আলীর ছেলে আলী আকবর(২০), সৈকত পোষ্ট অফিস এলাকার আবদুছ সবুর এর ছেলে মিশাল @আবিদ (২০), ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মৃত সেলিম এর ছেলে শাখাওয়াত হোসেন @ হৃদয়(২০) এবং মৃত জামাল এর ছেলে শফিউল ইসলাম @ শফি(১৯)।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর মাইন উদ্দিন (অপারেশন), ইন্সপেক্টর আতিকুর রহমান, এসআই মোঃ খালেদ, এসআই দেবব্রত রায়, এসআই দীপক কুমার সিংহ, এএসআই প্রভাকর বড়–য়া, এএসআই দেলোয়ার হোসেন, এএসআই মোঃ রাশেদ ও সঙ্গীয়  অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার কলাতলীস্থ হাইওয়ে রেস্ট হাউজ সংলগ্ন দক্ষিন পশ্চিমাংশে চন্দ্রিমা মাঠে যাওয়ার পথে রাস্তার পশ্চিম পাশে ডাকাতি প্রস্তুতি কালে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাত অস্ত্র-শস্ত্র সহ উল্লেখিত ডাকাতদের ধৃত করা হয়। ধৃত ডাকাতদের কাছ থেকে ৬টি ছোরা, ৫টি মুখোশ, ৭টি লোহার রড উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, ধৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, কক্সবাজার শহর ও শহরতলীর পর্যটক সহ সকল নাগরিকের নিরাপত্তা বিধানে পুলিশের বিভিন্ন টিমের এই অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য , গত ২৬ ও ২৭ ডিসেম্বর অর্থাৎ মঙ্গল ও বুধবার ২৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।