করোনা থেকে সুস্থ ব্যক্তিদের রক্ত দান করতে আহবান গণস্বাস্থ্যের

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসের আতঙ্ক কমলেও নতুন করে প্রকোপ বাড়ার সাথে সাথে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ইতোমধ্যে কোভিড ঘোষিত হাসপাতালগুলোতে আইসিইউ বেড পাওয়া যাচ্ছে না। মানুষের উদ্বেগটা এ কারণেই। কিন্তু প্লাজমা থেরাপী দেয়া হলে করোনা আক্রান্তদের শরীরে দ্রুত অ্যান্টিবডি তৈরি হয়। প্লাজমা থেরাপি সহজ প্রাপ্য করতে গণস্বাস্থ্য হাসপাতাল করোনা থেকে সুস্থ ব্যক্তিদের রক্তদান করার আহবান জানাচ্ছে।

রক্তদান করতে ইচ্ছুক ব্যক্তিদের ‘গণস্বাস্থ্য ব্লাডট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার।

বাড়ী ১৪/ই, রোড ৬, ধানমন্ডি,ঢাকা-১২০৫, ফিক্সড ফোন : ৯৬৭০০৭১-৫,Ext: ২২৫,২০৯, ০১৭০৯৬৬৩৯৯৪ ডা. কোরাইশী : ০১৫৫২৪৬০৭৮ এবং ই-মেইল : gdc@gonoshasthayakendra.org যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তি

বিডিসংবাদ/এএইচএস