কাবুল সামরিক বিমানবন্দরে বিস্ফোরণ : বহু হতাহত

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানের রাজধানী কাবুরের সামরিক বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। তালেবান-পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য দিয়েছেন।

মুখপাত্র আবদুল নাফি ঠাকুর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আজ সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণটি হয়। এতে আমাদের অনেক নাগরিক শহিদ ও আহত হয়েছে।’

তিনি বিস্ফোরণের প্রকৃতি বা টার্গেট সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি। কোনো দল বিস্ফোরণের দায়দায়িত্ব স্বীকার করেননি।

স্থানীয় অধিবাসীরা জানায়, স্থানীয় সময় সকাল ৮টায় সুরক্ষিত বিমানবন্দরটির বাইরে সামরিক অংশের কাছে বিস্ফোরণটি ঘটে।

তারা জানায়, এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। সকল রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে, তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে, ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে নিরাপত্তাব্যবস্থার অনেক উন্নতি ঘটেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিস্ফোরণ ও আক্রমণ হয়েছে।

গত মাসে আইএসের হামলায় অন্তত পাঁচ চীনা নাগরিক আহত হয়। কাবুলে চীনা নাগরিকদের জনপ্রিয় একটি হোটেলে ওই হামলা হয়।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস