কাশ্মীরের সেনাক্যাম্পে ফের হামলা, নিহত ৩ সেনা

ভারত-নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের এক সেনাক্যাম্পে ফের হামলার ঘটনা ঘটেছে। হামলায় এক সেনা কর্মকর্তাসহ তিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় গুলিতে মারা গেছে দুই হামলাকারি।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কাশ্মীরের কুপওয়ারার সেনাক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

ভারত-পাকিস্তানের সীমান্তরেখার কাছাকাছি এ সেনাক্যাম্পটির অবস্থান।

ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে সেনাক্যাম্পে হামলা চালানো হয়। পরে উভয় পক্ষের মধ্যে প্রায় চার ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে।

এসময় এক সেনা কর্মকর্তাসহ তিন সেনা সদস্য ও হামলাকারিদের দুইজন নিহত হন।হামলার পর ওই এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।

এর আগে গত বছর উরিতে ভারতীয় সেনাক্যাম্পে হামলায় ১৯ সেনাসদস্য নিহত হয়েছিলেন। ওই হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছিল বলে দাবি করেছিল ভারত।

এ ঘটনার পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

খবর এনডিটিভি।