ক্ষমা করো আমায়

কবি-মল্লিকা পারভীন

আর কতটা দুরে দুরে থেকে
বিভিন্ন কথার আকার ইঙ্গিতে
ছোট করে রাখবে এই নিজেকে?
তোমার মহানত্বের পরিচয়ে
নিজেকে আমি ফেলেছি হারিয়ে
তোমার ভালোবাসার বন্ধি জালে।
তোমার কাছে বলতে চাই আকুতি স্বরে
আমার না বুঝে বলা সব কথা
তোমায় দিয়েছে যত ব্যাথা
তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে
সেই কাজল কালো আঁখিতে
সব বেদনা ভুলে গিয়ে
নতুন করে আপনত্বের ছোঁয়াতে
নাও একবার জড়িয়ে এই আমাকে!
বলো পারবে তো তা করতে?
পারবে জানি কারন সেই গুনে তুমি জ্ঞানী
তোমার ভেতরে লুকিয়ে থাকা
কিছু কিছু তেজস্ক্রিয় প্রতিভা
বুঝতে পেরেছি আমি তা।
তাই ক্ষমা করো ওগো
আমার প্রাণের শ্রেয়সী
তোমার কারনে নিজেকে আমি
শুধরিয়ে নিতে পেরেছি
ক্ষমা করো আমায় তুমি...!

বিডিসংবাদ/এএইচএস