খাগড়াছড়িতে আ’লীগের ইফতার আয়োজন বাতিল

রাঙ্গামাটিতে মানবিক বিপর্যস্থদের পাশে দাড়ালো খাগড়াছড়ি জেলা আ’লীগ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের ২৩ই জুন (২৭শে রমজান) এর নির্ধারিত ইফতার আয়োজন বাতিল করা হয়েছে। রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াতে এ কর্মসূচী বাতিল করা হয় বলে নিশ্চিত করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার।

এ সময় তিনি জানান, রাঙ্গামাটিতে যে মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে তা নিস্বন্দেহে সকলের হৃদয় স্পশ করা ঘটনা। এ মূহুত্বে তাদের পাশে দাড়ানোটা একান্ত প্রয়োজন। তাই ইফতার আয়োজনের টাকাসহ একটি মোটা অঙ্কের অর্থ তাদের সহায়তার জন্য দেওয়া হয়েছে। তাই এই ইফতার আয়োজন বাতিল করা হয়েছে।

এ সময় তিনি এ ঘটনাকে দু:খ জনক ও বেদনা দায়ক উল্লেখ করে সমাজের বৃত্তবানসহ সকলকে পাহাড় ধসে স্বজন হারা,ভিটেমাটি হারাদের পাশে দাড়িয়ে সার্ধ্যমত সহায়তার জন্য অনুরোধ জানান। সম্প্রতিকালে পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি জেলা ঘটে যাওয়া স্মরণকালের সর্ব বৃহত হতাহতের এ ঘটনায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করে সকলের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।