খাগড়াছড়িতে ছয় দফা দাবীতে ফারিয়ার মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি: ছয় দফা দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)। রবিবার সকাল ১০টায় শহরের শাপলা চত্ত্বরে  সংগঠনটির উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন, ফারিয়ার খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো: জাহাঙ্গীর আলম।

মানববন্ধনে ফারিয়ার খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য মুহাম্মদ আক্তার হোসাইন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা শাখার উপদেষ্টা হুমায়ুন কবির, জেলা কমিটির সাধারণ সম্পাদক রবিন কান্তি চাকমা,সদস্য মংলাপ্রু মারমা,মাচেং ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা কমিটির সভাপতি ফারুক আহম্মদ ভূইয়া,দীঘিনালা সভাপতি মো: সেলিম প্রমূখ।

বক্তব্যে নেতৃবৃন্দরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ৬ দফা দাবী তুলে ধরে বলেন, ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনে কর্মরত সদস্যরা আজ অবহেলিত। যারা সারাদিন রাত সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকেন তাদের জীবন এখন কাটছে অতি কষ্টে। তারপরও দেখার কেউ নেই। বাংলাদেশের আয়ের খাতে দ্বিতীয় স্থানে ফার্মাসিউটিক্যালস থাকলেও সে অনুসারে সুযোগ সুভিধা পাচ্ছে না যারা এশিল্পের জন্য অক্লান্ত পরিশ্রমী প্রতিনিধিরা।

তাই সরকারী পে-স্কেলের ৭ম গ্রেড এর সমপরিমান বেতন বিধারণ,মূল্যস্থিতির সাথে মিল রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতা নির্ধারণ,চাকুরীর নিশ্চিয়তার বিধান ও নিদিষ্ট নীতিমালা প্রণয়ন,সপ্তাহিক ছুটিসহ সকল সরকারী ছুটি প্রদান,ফারিয়াকে সরকারী অনুমোদন, ও পার্বত্য এলাকায় কর্মরত সকল প্রতিনিধিকে পার্বত্য ভাতা প্রদানের দাবী জানান সংগঠনটি।