খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। সেমাবার সকাল থেকে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পৃথক পৃথক ভাবে দিবসটি উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দু’অংশ। সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে।

জেলা প্রশাসনের আয়োজিত র‌্যালীটি খাগড়াছড়ি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দীন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, পৌর মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম শফি,সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা প্রমূখ।

এদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারীরা কদমতলীস্থ অস্থায়ী কার্যালয় থেকে একটি র‌্যালী নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্য্যে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে। পরে পুররায় কদমতলীস্থ অস্থায়ী কার্যালয়ে গিয়ে আলোচনা সভা করে। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুর ন্নবী চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পাজেপ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, পাজেপ সদস্য র্নিমলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সমস্য ও জেলা আওয়ামীলীগের আওয়ামীলীগের যুব বিয়ক সম্পাদক মংসেইপ্রু চৌধুরী অপু,যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,যুবলীগ নেতা জুয়েল ত্রিপুরা।

এর আগে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহেদুল আলমের নেত্বত্বে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্যে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে। এ সময় জাহেদুল আলম অংশের কর্মী-সমর্থকসহ জাতীয় শ্রমিকলীগ খাগড়াছড়ি জেলা শাখার একাংশ,খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপসহ বিভিন্ন পেপশাজীবি শ্রমিক সংগঠন এতে অংশ গ্রহণ করে।