গন্তব্য

কবি হাসিনা মরিয়ম

ইউক্যালিপটাস পাতার সরসর শব্দে

আচমকা পিছন ফিরে তাকাই

পরিচিত সেই প্রিয় মুখটি দেখার জন্য

নিঃসীম নিরবতা ছাড়া কিছুই

দেখেনি এই চোখ,

নিঃসঙ্গ একাকি হেঁটে হেঁটে পৌছুতে চাই

দিগ্ন্ত রেখার কাছে

তোমাকে দেখার দারুণ স্পর্ধা নিয়ে।

শুকনো পাতার মচমচ শব্দ

তাড়িত করে আমাকে,

তারা-রা হাতছানি দিয়ে ডাকে।

মিটিমিটি আলো ফেলে পথ দেখিয়ে

নিয়ে যায় আমাকে তোমার কাছে।

যেতে যেতে ক্লান্ত মন পিছন ফিরে তাকায়,

শূন্যতা ছাড়া কিছুই পড়ে না চোখে,

পরিচিত সব পরিমন্ডল ছেড়ে আমি

শুধুই যেতে থাকি তোমার নিজস্ব গন্তব্যে।

বিডিসংবাদ/এএইচএস