ঘন কুয়াশায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের বিভিন্ন অঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। এরসাথে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। ফলে বিভিন্ন এলাকায় সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে।

জানা গেছে,আজ সবচেয়ে ঘন কুয়াশা ছিল নদীর অববাহিকাসহ জেলার সড়ক-মহাসড়কে। এর ফলে দুর্ঘটনা এড়াতে নিরাপদ দূরত্ব ও নিয়ন্ত্রিত গতিবেগে চলাচল করছে গাড়ি।

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দেখো গেছে যানবহনের ধীরগতি। চালকেরা জানান, ঘনকুয়াশায় দৃশমানতা কমে গেছে। ফলে দুর্ঘটনা এড়াতে ২০-৩০ কিলোমিটার গতিবেগে গাড়ি চলাচল করছে।

সকালে খোঁজ নিয়ে জানা গেছে, ভোর থেকে প্রচুর কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে। দূরপাল্লার যানবাহন তেমন দেখা যায়নি মহাসড়কে। এছাড়া আঞ্চলিক সড়কগুলোতে ছোট যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ে ঢাকা পড়ে আছে। সকাল থেকে তেমন যানবাহন চলতে দেখা যায়নি। এক্সপ্রেসওয়েতে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না।

হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, আমাদের টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে। কুয়াশার কারণে তেমন যানবাহন সড়কে নেই। ধীরগতিতে চলাচল করছে।

বিডিসংবাদ/এএইচএস