ঘূর্ণিঝড় মোরা ধেয়ে আসছে চট্টগ্রাম বন্দরে সকল প্রকার জাহাজ চলাচল বন্ধ ঘোষনা

চট্টগ্রাম প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূণিঝড়ে রূপ নেয়ায় চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজার নৌ বন্দর সমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর পুনঃ ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল বন্ধ রাখা সহ বন্দর জেটিতে ধাকা সকল জাহাজ নিরাপদে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এদিকে  ঘূর্ণিঝড়টির ‘মোরা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জানমাল রক্ষার জন্য সার্বিক প্রস্তুুতি নিতে আজ সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জরুরী সমন্বয় সভা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুুর রহমান চৌধুরী আজ এ খবর নিশ্চিত করে বলেন, সার্বিক প্রস্তুুতি গ্রহন করতে সকল সংস্থাকে ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। জরুরী ভিক্তিতে সভা ডাকা হয়েছে। কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেয়া হয়েছে।

আজ সোমবার সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ৯ নম্বর বিশেষ বুলেটিনে বলা হয়েছে ঘূর্ণিঝড় মোরা ধেয়ে আসছে। এবং আগামীকাল মঙ্গলবার সকালে এটি চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে বলে উল্লেখ করা হয়েছে।