চকরিয়ায় পরিক্ষার্থী বহনকারী বাস খালে, ১৫ ছাত্রী আহত

চট্টগ্রাম প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় দাখিল পরীক্ষার্থীদের বহনকারী একটি বাস খালে পড়ে অন্তত ১৫ জন ছাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চকরিয়ার চিরিঙ্গা-বদরখালী (আভ্যন্তরীণ) সড়কের  ইলিশিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বাসটিতে ৫৪ জন ছাত্রীসহ মোট ৫৬ জন জন ছিল বলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া উপজেলার ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদ্রাসার ৫৪ জন পরীক্ষার্থী একটি বাসে করে পরীক্ষা কেন্দ্র্রে যাচ্ছি। পথিমধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ইলিশিয়া এলাকায় পৌঁছলে সড়ক দেবে গিয়ে পার্শবর্তী মৎস ঘেরের খালে পড়ে যায় বাসটি। অদূরে ঘেরে কর্মরত মাটি কাটার শ্রমিকসহ স্থানীয় লোকজন দ্রত এগিয়ে এসে পরীক্ষার্থীদের উদ্ধার কার্যক্রম শুরু করে।

সাথে সাথে উদ্ধার কার্যক্রমে অংশ নেন পুলিশ ও ফায়ার সার্ভিস টিম। দ্রত সময়ের মধ্যে উদ্ধার করায় প্রাণহানিসহ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় পরীক্ষার্থীরা। তবে ৫৪ পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন হালকা আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে পরীক্ষায় অংশ গ্রহণ করানো হয়েছে।

চকরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদুল ইসলাম ও চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম সাথে সাথে ঘটনাস্থলে যান। তারা উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ ইসলাম বলেন, ৫৪ পরীক্ষার্থীর ১৫ জন হালকাভাবে আঘাত প্রাপ্ত হলেও প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে পরীক্ষা দিতে পাঠানো হয়েছে। তাদের যাবতীয় বিষয়াদি পর্যবেক্ষণে রাখা হয়েছে।###