চট্টগ্রামের ফিশারিঘাটে আড়ত থেকে জাটকা জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি:
নগরীর ফিশারিঘাটে একটি মাছের আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে পুলিশ।  জব্দ করা জাটকার পরিমাণ দুই টনেরও বেশি হবে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি মো.জসিম উদ্দিন।

শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় মাছ ব্যবসায়ী শামছু সওদাগরের আড়তে অভিযান চালায় পুলিশ।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম উদ্দিন বলেন, জাটকাগুলো সংগ্রহ করে গোপনে মজুদ করে রেখেছিল।  আজ-কালের মধ্যে সেগুলো বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল শামছু সওদাগরের।  খবর পেয়ে আমরা আড়তে অভিযান চালিয়ে জাটকা সহ ম্যানেজার পিকলুকে আটক করে থানায় নিয়ে আসি।

এদিকে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

‘জাটকা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’ স্লোগান নিয়ে ১১ থেকে ১৭ মার্চ দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার।