চট্টগ্রামের বাকলিয়ায় নারী পোষাক কর্মীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় এক নারী পোষাক কর্মীকে জবাই করে হত্যা করা হয়েছে। আজ সোমবার (২৯ মে) দুপুর আড়টার দিকে মহানগরীর বাকলিয়া থানার মাস্টারপুল বৌবাজার এলাকায় নিজ বাসায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। বাসা থেকে শাহীনূর আক্তার (২৭) নামে এ গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহনুর গার্মেন্টস শ্রমিক ছিল। তার স্বামীও গার্মেন্টস শ্রমিক।

হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে বাকলিয়া পুলিশ শাহীনূর আক্তারের স্বামী জামাল উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। যদিও ঘটনার সময় জামাল উদ্দিন বাসায় ছিল না বলে পুলিশকে জানায় প্রতিবেশীরা। তার বাড়ি কুমিল্লা জেলায়।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, এলাকার লোকজন থানায় ফোন করে জানায়, মাষ্টারপোল, বৌবাজারের মারুয়া ম্যানশনের ছয়তলায় ভাড়া বাসায় এক গৃহবধূর লাশ পড়ে আছে। পরে পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে মহিলার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কি কারণে কারা এ হত্যাকান্ড ঘঠিয়েছে তা জানা যায়নি।

যদিও ঘটনার সময় স্বামী তার কর্মস্থলে ছিল। তারপরও আমাদের সন্দেহ এ খুনের ঘটনায় তার হাত রয়েছে। তাই তাকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজেম আলী রোডের মারোয়ার ম্যানশনের ৬ষ্ট তলার একটি রুমে ভাড়া থাকতেন শাহীনুর ও তার স্বামী জামাল হোসেন। দুপুরে নিহতের বোনের মেয়ে সেখানে গিয়ে তার খালাকে ডাকাডাকি করতে থাকে। ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে সজোওে দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। এ সময় রুমের মেঝেতে রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার শুরু করে। পরে বাড়ীওয়ালার ড্রাইভারসহ অন্যান্য লোকজন এসে পুলিশকে খবর দেয়।

নগর পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিন)মোস্তাইন হোসাইন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন ধারনা করা হচ্ছে ভোর ৫টা থেকে সকাল ৮টার মধ্যে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে। তবে কারা কি কারণে এ হত্যাকান্ড সংঘটিত করেছে সে ব্যাপারে জানতে পারেনি পুলিশ। নিহতের গলা ও পেটে ছুরি দিয়ে কাটা রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।