চট্টগ্রামের রাউজানে খালে ডুবে কিশোরের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে খালে ডুবে যাওয়া এক কিশোরকে ছয় ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

সোমবার দুপুরে ডবুয়া ইউনিয়নের স্থানীয় একটি খাল থেকে মিঠু দে (১৭) নামে এ কিশোরের লাশটি উদ্ধার করা হয়। সে চট্টগ্রাম বাঁশখালী উপজেলার উত্তর সাধনপুর মাস্টার পাড়ার বাসিন্দা পূর্ণেন্দু বিকাশ দে’র ছেলে ।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য লিডার সাইফুল ইসলাম বলেন, “মিঠু তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সকালে টয়লেটে যাওয়ার সময় পা পিছলে খালে পড়ে যায় মিঠু।”

স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে না স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে আমরা গিয়ে বেলা দুইটার দিকে দুর্ঘটনাস্থল থেকে অন্তত এক কিলোমিটার দূরে মিঠুর লাশ উদ্ধার করা বলে জানান তিনি।