চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় আকস্মিক পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ-সামগ্রী বিতরণ

অর্থ ও বাণিজ্যঃ   চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাধীন রাজানগর, দক্ষিণ রাজানগর, ইসলামপুর, হোসনাবাদ, লালানগর ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় আকস্মিক পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ২৫০টি পরিবারের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পক্ষ থেকে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই ২০১৭ইং তারিখে রাঙ্গুনিয়া উপজেলাধীন রাজানগর ইউনিয়ন কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরমান আর চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন। ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবন এবং ১ কেজি চিনি হিসেবে মোট ৫ মেট্রিক টন চাল, ৫০০ কেজি ডাল,  ২৫০ কেজি লবন এবং ২৫০ কেজি চিনি বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য জনাব কামরুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব খলিলুর রহমান চৌধুরী, ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোঃ নাছির উদ্দিন, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা সিমু, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক জনাব রাশেদ সারোয়ার, জুবিলী রোড শাখার ব্যবস্থাপক জনাব মোঃ হাবিবুল ইসলাম, মুরাদপুর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ নওশাদ আব্বাস, ওয়াসা মোড় শাখার ব্যবস্থাপক জনাব এ. টি.এম. কামরুদ্দিন চৌধুরী এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস