চট্টগ্রামে ‘অপহরণের’ ৫ দিন পর ব্যবসায়ী উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: তুলে নিয়ে আটকে রাখার পাঁচদিন পর মোহাইমেন সম্রাট (২৭) নামের এক ব্যবসায়ীকে ত্মীয়ের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৬ জানুয়ারি) রাত ১টার দিকে নগরীর সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনায় জড়িত বাবু নামে একজনকেগ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, ‘ব্যবসাকেন্দ্রীক আর্থিক ঝামেলা ছিল সম্রাট ও বাবুর মধ্যে। বাবু হচ্ছেন সম্রাটের বোনের ননদের ছেলে।

সেই সমস্যার জের ধরে বাবু ৩১ ডিসেম্বর ফোন করে কাপাসগোলা এলাকার বাসা থেকে বের করে আনে সম্রাটকে।পরে তাকে তুলে নিয়ে নিজের পূর্ব মাদারবাড়ি এলকার বাসায় আটকে রাখে।’ ‘তুলে নিয়ে যাওয়ার বিষয়টি সম্রাটের পরিবারের পক্ষ থেকে জানানো হলে আমরা অভিযানে নামি। পরে শনিবার রাত ১টার দিকে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সম্রাটকে উদ্ধার করে।একই সময়ে এই ঘটনায় জড়িত বাবুকেও আমরা গ্রেফতার করি।’

এই ঘটনায় এখনও মামলা হয়নি জানিয়ে ওসি বলেন, ‘আমরা মামলা নিতে ইচ্ছুক। কিন্তু দুই পরিবারই আত্মীয় হওয়ায় তারা নিজেদের মধ্যে কথা বলছেন।

ভিকটিমের পরিবার আগ্রহী হলে আমরা মামলা নেব।’