চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শনিবার ফটিকছড়ি পৌরসভা, নগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সালাউদ্দিন কাদের (৩৫), ইমন উদ্দিন (২১) ও আবু তালেব ওরফে ছোটন (২৫)।

র‌্যাব-৭ এর উপ-পরিচালক লে. কমান্ডার আশেকুর রহমান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভিওআইপি সরঞ্জামসহ সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

“পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানার লালখান বাজার ও বায়েজিদ বোস্তামী থানার হামজারবাগ এলাকায় অভিযান চালিয়ে ইমন ও তালেবকে গ্রেপ্তার এবং আরও সরঞ্জাম উদ্ধার করা হয়।”

তাদের কাছ থেকে ১০টি চ্যানেল ব্যাংক, দুইটি ফ্ল্যাক্সিলোড সার্ভার, মডেম, ল্যাপটপ, এয়ার কুলার, জিএসএম অ্যান্টেনাসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা সরঞ্জামগুলোর আনুমানিক দাম ৬০ লাখ টাকা বলে জানান র‌্যাব কর্মকর্তা আশেক।