চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে ৩ কোটি টাকা স্বর্ণের বার সহ যাত্রী আটক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে ৩ কোটি টাকার স্বর্ণের বার আটক করেছে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা বিভাগ।

শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রিজেন্ট এয়ারওয়েজের যাত্রী মো. সাইফুদ্দিনের কাছ থেকে ৬০টি স্বর্ণের বার (ওজন ৭ কেজি) জব্দ করা হয়। এ ঘটনায় আটক সাইফুদ্দিন চট্টগ্রামের রাউজান উপজেলার ইদ্রিস সওদাগর ছেলে বলে জানা গেছে।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার কামরুল ইসলাম স্বর্ণের চালান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের অভ্যন্তরীণ একটি ফ্লাইটের যাত্রী মো. সাইফুদ্দিনের গতিবিধি সন্দেহ হলে তাকে তল্লাশী চালানো হয়।

এসময় তার প্যান্টের মধ্যে বিশেষ কায়দায় ঢুকানোর পর সেলাই করাবস্থায় কালো টেপদিয়ে মোড়ানো স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।