চট্রগ্রামে মদের মহাল থেকে চোলাই মদসহ ৪ জন গ্রেফতার

চট্রগ্রাম প্রতিনিধি:

নগরীর কোতোয়ালী থানা এলাকার ফিসারীঘাটে অভিযান  করে ১,০০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৭,  গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কিছু অসাধু মাদক ব্যবসায়ী নগরীর কোতোয়ালী থানা ২৮নং ইকবাল রোড় পাথরঘাটা, ফিশারীঘাট, অনুপ বিশ্বাস এর মদের দোকানে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লাইসেন্স এর বিধিমালা অমান্য করে দেশীয় তৈরি চোলাই মদ বিক্রি করে আসছে।

এ সংবাদের ভিত্তিতে ২২ জানুয়ারি  মেজর এসএম সুদীপ্ত শাহীন এর নেতৃত্বে র‌্যাবের একটি দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয় করাকালে ১,০০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আসামী  প্রদীপ কুমার বিশ্বাস (৬০), কিশোর কুমার বিশ্বাস (৫৮), উভয় পিতাঃ মৃত- শচীন্দ লাল বিশ্বাস, গ্রাম- ৯নং শিব বাড়ী লেইন, ফিরিঙ্গি বাজার, থানা- কোতোয়ালী, সিএমপি, চট্টগ্রাম, সজীব দাস (২৮), পিতাঃ চান্দু দাস, গ্রাম- মালঘর ঠাকুর বাড়ী, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম, এ/পি-২৮নং ইকবাল রোড় পাথরঘাটা, ফিশারীঘাট, কোতোয়ালী, সিএমপি, চট্টগ্রাম,  সমীর দাস (২৭), পিতাঃ মৃত- সংকর দাস, গ্রাম- ২৮নং ইকবাল রোড় পাথরঘাটা, ফিশারীঘাট, কোতোয়ালী, চট্টগ্রামকে গ্রেফতার করে। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।