জনসমাগম এড়িয়ে মাস্ক পরার আহ্বান প্রধানমন্ত্রীর

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তিনি সংসদে বলেন, ‘এবার ভাইরাস খুব দ্রুত সংক্রমিত হচ্ছে। এই প্রাদুর্ভাব কেবল আমাদের দেশে নয়, সারা বিশ্ব জুড়ে দেখা দিয়েছে। সুতরাং, আমি সবাইকে বলতে চাই আমরা প্রথমবার যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেছি ঠিক সেভাবেই এবারো করোনাভাইরাসের আক্রমণ থেকে সবকিছু নিয়ন্ত্রণ করব।’

বৃহস্পতিবার জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর (সিলেট -৩) মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যদিও বাংলাদেশে প্রাথমিকভাবে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা হয়েছিল, কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু হওয়ার পর জনগণ স্বাস্থ্যবিধির নিয়মকে উপেক্ষা করার কারণে সম্প্রতি এই ভাইরাসের সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পেয়েছে।

শেখ হাসিনা বলেন, জনগণের চলাফেরা ও জনসমাগম অত্যধিকভাবে বেড়েছে, যদিও আমি বারবার সবাইকে মাস্ক পরতে এবং টিকা নেয়া পরও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছিলাম।

কোভিড -১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে কিছু নির্দেশনা জারি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ধীরে ধীরে এটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি তবে এক্ষেত্রে জনগণের সহযোগিতা প্রয়োজন।’

‘জনসমাগম যাতে না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেককে বলব, বিয়ে শাদী কম লোক নিয়ে ঘরোয়াভাবে করা…যেগুলোর তারিখ হয়েছে। বাইরের লোকের সাথে না মেশা। অল্প সময়ের মধ্যে দোকানপাট সেরে কাজ শেষ করে ঘরে ফেরা।

তিনি বলেন, ‘কেউ কোভিড-১৯ সংক্রমিত হোক বা না হোক, সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করছি।’ সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস