জালিয়াত চক্র প্রশ্ন ফাঁসের গুজব রটায়: রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি:   প্রশ্ন প্যাকেজিং হওয়া বা ম্যানেজিং হওয়ার জায়গা থেকে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। আমার বিশ্বাস আমাদের ডীন ও প্রশ্ন কমিটিরা অত্যন্ত তৎপর। তারা সততার সাথে নিষ্ঠার সাথে যোগ্যতার সাথে কাজ করছে। এর পরও যারা দাবি করে প্রশ্ন ফাস হয়েছে তারা প্রশ্ন তৈরি করে। তার ভিতর থেকে দশটা প্রশ্ন কমন থাকতে পারে। এটাকে প্রশ্ন ফাঁস বলা যায় না। এটা জালিয়াত চক্রের একটা কারসাজি। তারা প্রশ্ন ফাঁসের গুজব রটায়।

রোববার সকালে ভর্তি পরীক্ষার প্রথমদিনের হল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

তিনি আরও বলেন, আমরা ইতমধ্যে পেনড্রাইব থেকে ক্ষুদ্র ডিভাইস নিষিদ্ধ করেছি। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক আছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, জনসংযোগ প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।