জোহা ও শহীদ দিবস উপলক্ষে রাবি চলচ্চিত্র সংসদের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

রাবি প্রতিনিধি:

১৮ ফেব্রুয়ারি ড. জোহা দিবস ও ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী বিশ^বিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করতে যাচ্ছে উম্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে রাবি চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে ড জোহাকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাজ্জাদ বকুল নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘দাবানল: শহীদ ড. শামসুজ্জোহা ও আমাদের স্বাধীনতা’ এবং বায়ান্নর ভাষাশহীদদের আত্মত্যাগ নিয়ে রোকেয়া প্রাচী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘বায়ান্নের মিছিলে’ প্রদর্শিত হবে।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারী শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও তৎকালীন প্রক্টর ড. শামসুজ্জোহা পাকিস্তানি সেনাদের হাতে জীবন দেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় আগরতলা মামলা থেকে মুক্তি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ত্বরান্বিত হয় আমাদের স্বাধীনতা।