ঝিনাইদহে এবার ভুয়া সেনাবাহিনী পরিচয়ে প্রতারক সোহেল এখন শ্রীঘরে!

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ভুয়া সেনাবাহিনী সদস্য পরিচয়ে নাম ঠিকানা গোপন রেখে মোবাইলে সম্পর্কের মাধ্যমে বিয়ের পর প্রতারক সোহেল খান (৩২)। সোহেল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামের শহিদ খানের ছেলে।

ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার পুলিশ পরিদর্শক মাহাতাব উদ্দিন বলেন, মোবাইলে পরিচয়ের মাধ্যমে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এক দিনমজুরের কলেজ পড়–য়া কন্যার সাথে গত ১৫/০২/২০১৬ তারিখে প্রতারক সোহেল ভুয়া সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিয়ের পর প্রথম প্রথম প্রতারক সোহেল শ্বশুর বাড়িতে আসলেও গত প্রায় সাত মাস সে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। দিন মজুর শ্বশুর সোহেলের বাড়ির খোজ খবর নিয়ে জানতে পারে সে বিবাহিত ও সেনাবাহিনীর চাকুরিজিবী নই।

এদিকে এ বিষয়ে গত ২২ জানুয়ারী উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের বি.এ প্রথম বর্ষের ভুক্তভোগী ঐ ছাত্রী বাদী হয়ে প্রতারক সোহেলের বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।