ঝিনাইদহে নদীর ১৩ টি বাঁধ অপসারণ, জাল জব্দ

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের নবগঙ্গা নদীতে অবৈধভাবে দেওয়া ১৩টি বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারেন্ট ও পোনা ধরার জাল জব্দ করা হয়। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জানায়, নবগঙ্গা, ফটকি, ঝাপই নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরা ও পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছিল। এমন সংবাদ পেয়ে সদর উপজেলা মৎস্য অফিসের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম ঘোড়শাল, ফুরসন্দি, দোগাছী ইউনিয়নে অভিযান চালায়। এ সময় নদীর বেশ ৮টি বাঁধ অপসারণ করা হয় ও বিপুল সংখ্যক কারেন্ট জাল, তার জব্দ করা হয়।

এর আগেও গত সপ্তাহে ৫ টি বাঁধ অপসারণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে নদীর প্রবাহে বাধা সৃষ্টি করে আসছিল। সেখানে অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তিমির বরণ মন্ডল, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।