ঝিনাইদহে বিদ্যুতের ভেল্কিবাজী শুরু!

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে গরম আসতে না আসতেই বিদ্যূতের লুকোচুরি ভেল্কিবাজী শুরু হয়েগেছে। এ নিয়ে হাফিয়ে উঠেছেন শহরের বিদ্যুৎ গ্রাহকরা। কোন ঘোষনা ছাড়াই বৃহস্পতিবার ৫/৬ বার বিদ্যুৎ চলে যায়। এ নিয়ে গ্রাহকের ভোগান্তির শেষ নেই। যাদের বাড়িতে কম্পিউটার, ফ্রিজ বা বৈদ্যুতিক সরঞ্জাম আছে তাদের আতংকে দিন কাটছে।

ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ার কারণে বিশেষ করে কম্পিউটার নষ্ট হচ্ছে। অনেক প্রগ্রাম এলোমেলো হয়ে যাচ্ছে। বিদ্যূৎ বিভাগ বলছে হঠাৎ লোড বেড়ে যাওয়ার কারণে ট্রান্সফরমারের উপর চাপ পড়ে ফিউজ কেটে যাচ্ছে। এ নিয়ে কতৃপক্ষও নাকি বিপদে আছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ ডিসিকোর্ট ফিডারের প্রকৌশলী আব্দুল হালিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হঠাৎ গরম পড়ার কারণে ট্রান্সফারাড়–লোতে লোডও বেড়ে গেছে, তাই এরকম হচ্ছে।