ঝিনাইদহ শহরে ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও পুরাতন হাটখোলার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

আদালত সুত্রে জানা গেছে, জিনাইদহ জেলা প্রশাসনের ভেজাল বিরোধী অভিযানে রোববার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেসময় দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, চাল পাটের বস্তায় না রেখে প্লাস্টিকের বস্তায় রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের দু’টি দোকান ও শহরের পুরাতন হাটখোলার দুটি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ধ্বংস করা হয় ব্যবহার নিষিদ্ধ পলিথিন।

ভ্রাম্যমাণ আদালতে জেলার পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক খান মাসুদুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।