টানা বর্ষণ পানির নীচে চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো অফিস:  গত তিন দিনের টানা বর্ষণে পানির নীচে তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের নিম্নাঞ্চল। রাস্তা,ঘাট বাসা, বাড়ী সর্বত্র থৈথৈ করছে পানি। অনেকে খাটের উপর বসেই দিন যাপন করছেন। বৃষ্টিতে নগরীর রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভেঙ্গে পড়ছে অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা। ব্যবসা বানিজ্যে নেমে এসেছে স্থবিরতা।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,হালিশহর ,পাহাড়তলী,মুরাদপুরসহ অধিকাংশ এলাকায় হাটু পরিমাণ পানি উঠে গেছে। এসব এলাকার রাস্তা পানির নীচে তলিয়ে যাওয়ায় খানাখন্দে ভরা রাস্তায় ঘটছে দুর্ঘটনা।

নগরীর আগ্রবাদ এলাকার বাসিন্দা নুর জাহান বেগম জানান, তার ঘরের ভিতরে পানি উঠে যাওয়ায় খাটের উপর বসে ঘরের সবাই রাত্রী যাপন করেছেন। রান্নাবান্না করতে না পারায় শুকনো খাবার খেয়ে রোজা রেখেছে পরিবারের সবাই।

নগরীর চকবাজার এলাকার বাসিন্দও রোকেয়া জানান, তিনি হাটু পরিমাণ পানিতে ভিজে নগরীর জিইসি মোড়ে ডাক্তার দেখাতে এসেছেন। নগরীর সিএনজি চালক সোহেল জানান, আগ্রবাদ এলাকায় রাস্তার উপর পানি উঠায় একটি খর্তে পড়ে নষ্ট হয়ে গেছে তার সিএনজি। পরে অনেক কষ্টে গর্ত থেকে সিএনজিটি উদ্ধার করে ওয়াকসপে নিয়ে গেছেন।

চট্টগ্রাম আগ্রবাদ আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আবদুল হান্নান যমুনা নিউজ টোয়েন্টিফোর ডট কম’কে বলেন, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে বিগত ২৪ ঘন্টায় ১৩২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিকাল থেকে আবহাওয়া ভাল হতে পারে বলে জানান তিনি।

এদিকে নগরীর হালিশহর এলাকার টর্নেডোর আঘাতে ভেঙ্গে গেছে শতাথিক বাড়ী ঘরে। দেয়াল ধসে এক ব্যাক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন ১২জন।  বাকলিয়া এলাকায় বজ্রপাতে মারা গেছে একজন।আর জেলার চন্দনাইশ এলাকায় পাহাড়ধসে ৪জন নিহত হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলায়ও পাহাড়ধসের খবর পাওয়া গেছে।