ট্রাস্ট মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ

বিডিসংবাদ ডেস্কঃ  শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন ।

আজ মঙ্গলবার তিনি পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কৌসুলি মোশাররফ হোসেন কাজল রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করেন।

আজ সকাল থেকে তিনি মামলার অনুসন্ধান রিপোর্ট ও এজাহার পড়ার মধ্য দিয়ে যুক্তিতর্কের শুনানি শুরু করেন এবং তা দুই ঘণ্টারও বেশি সময় শুনানি পর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে হয়।

আগামীকাল বুধবার থেকে খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে এবং আগামী বৃহস্পতিবারও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানির দিন ধার্য আছে।