ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু, হাসপাতালে ৭৬৭

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ২১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৭ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৪৬৪ জন এবং ঢাকার বাইরে ৩০৩ জন চিকিৎসাধীন আছেন।

বুধবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট দুই হাজার ৭২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকায় এক হাজার ৫২৮ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ২০১ জন।

এতে জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৫০ হাজার ৭৫৯ জন। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩২ হাজার ৯৯৯ জন এবং ঢাকার বাইরে ১৭ হাজার ৭৬০ জন।

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭ হাজার ৮১৪ জন ডেঙ্গু রোগী। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩১ হাজার ৩৪৩ জন ও ঢাকার বাইরে ১৬ হাজার ৪৭১ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩ শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর ২০২১ সালে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

বিডিসংবাদ/এএইচএস