ডেনমার্কের বিশ্বকাপ দলে ‘মৃত্যুঞ্জয়ী’ এরিকসেন

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মৃত্যুর দুয়ার থেকেই তিনি জীবনে ফিরেছিলেন, শেষ থেকেই যেনো হয়েছিল তার শুরু। গল্পটা ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেনের।

গেল ইউরোতে গ্রুপ পর্বে ফিনল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই এরিকসেন হৃদরোগে আক্রান্ত হন। মাঠের মধ্যেই পড়ে যান তিনি। বেহুশ এরিকসেনের হুশ ফেরার অপেক্ষায় গোটা স্টেডিয়ামে নামে নিস্তব্ধতা। প্রতিপক্ষের ফুটবলাররা, দর্শক সবাই প্রার্থনায় মগ্ন তখন।

একসময় মনেই হয়েছিল এরিকসেন মারাই গেছেন! তবে না সবাইকে চমকে দিয়ে, ফুটবল দুনিয়ায় হাসি ছড়িয়ে ফিরে আসেন মৃত্যুঞ্জয়ী জাদুকর এরিকসেন।
এরিকসেনের সেই ঘটনায় নড়েচড়ে বসে ড্যানিশরা। ঐক্যবদ্ধ ডেনমার্ক ইউরোর সেমিফাইনালও খেলে। কেবল জীবনে ফেরা নয় শঙ্কাকে সম্ভাবনা করেই এরিকসন ফেরেন ফুটবলে। এবার তাকে সাথে করেই কাতার যাচ্ছে ডেনমার্ক।

বিশ্বকাপের জন্য ড্যানিশ কোচ কাসপার হিউলমান্দ ঘোষণা করেছেন ২১ সদস্যের দল ঘোষণা করেছেন। পরবর্তী সময়ে আরও পাঁচজনকে দলে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

২১ সদস্যের ডেনমার্ক:

গোলরক্ষক: কাসপার স্মাইকেল, অলিভার ক্রিস্টিনসেন

ডিফেন্ডার: সিমন কিয়ার (অধিনায়ক), আন্দ্রেয়াস ক্রিস্টিনসেন, ইওয়াকিম অ্যান্ডারসেন, ইওয়াকিম ম্যালে, ড্যানিয়েল ভাস, ইয়েন্স স্ট্রিগার লারসেন, ভিক্টর নেলসন, রাসমুস ক্রিস্টিনসেন।

মিডফিল্ডার: ক্রিস্টিয়ান এরিকসেন, টমাস ডেলানি, পিয়েরে–এমিল হইবিয়া, মাথিয়াস ইয়েনসেন।

ফরোয়ার্ড: মার্টিন ব্রাথওয়েট, আন্দ্রেয়াস কর্নেলিয়ুস, কাসপার ডোলবার্গ, আন্দ্রেয়াস স্কোভ ওলসেন, মিকেল ডামসগার্ড, ইয়োনাস ভিন্ড, ইয়েসপার লিন্ডস্ট্রম।
বিডিসংবাদ/এএইচএস