ঢাকা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকাল ধর্মঘট

বিডিসংবাদ ডেস্কঃ  জীবনের নিরাপত্তা সহ একাধিক দাবিতে অনির্দিষ্ট কালের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আজ সকাল সোয়া নয়টা থেকে তাদের ধর্মঘট শুরু হয়।

দুপুরে প্রথম দিনের কর্মসূচি শেষে ঢামেক হাসপাতালের ইন্টার্নশিপ চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক সাংবাদিকদের জানান, আমাদের এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে। যতদিন আমাদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত না করা হবে ততদিন আমরা এ কর্মসূচি পালন করবো।

এদিকে এই ধর্মঘট কর্মসূচির ফলে ঢামেক হাসপাতালের বহির্বিভাগ বন্ধই থাকছে। আর সকাল থেকে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে।

বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা অনেক রোগীরাই সেবা না পেয়ে হতাশায় পড়েছে। নিয়ম অনুযায়ী দুপুর ২টা পর্যন্ত বহিঃবিভাগে চিকিৎসা দেয়া হয়।
এর আগে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনায় গত রোববার ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ ৩ ঘন্টা বন্ধ থাকে।