তিনদিন ব্যাপী রাবিতে টিআইবি-গোল্ড বাংলাদেশ বিতর্ক শুরু

রাবি প্রতিনিধি: গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশ এর আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনদিন ব্যাপী ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্স সম্মেলন কক্ষে প্রথম দিনের উদ্ধোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম আব্দুস সোবহান।

গোল্ড বাংলাদেশ বিতর্ক প্রতিযোগিতার সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. গোলাম রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহা, টিআইবির আউটরিচ এন্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক ড. রিজওয়ান-উল-আলম, রাজশাহী মহানগর সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর আবদুস সালাম, গোল্ড বাংলাদেশ বিতর্ক প্রতিযোগিতার মডারেটর মামুন আব্দুল কাইয়ুম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস, জনসংযোগ দপ্তরের কর্মকর্তা প্রফেসর প্রভাস কুমার কর্মকার।

পরে একটি র‌্যালী বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ক কর্মশালায় আলোচনা করেন প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. গোলাম রহমান।

এ সময় তিনি বলেন, এ দেশের সকল ধরনের কাজ জনগণের মাধ্যমে হয়। তাদের মাধ্যমেই এদেশ ও সরকার চলে। সংবিধানের ৩৯ নং ধারায় মত প্রকাশের অধিকার আছে, সংবাদপত্রের স্বাধীনতা আছে, এধারায় জনগণের অধিকার নিশ্চিত হয়েছে। কিন্তু অনেক সময় সেই আইন বাধাগ্রস্থ হচ্ছে।

বুধবার সকাল ৯টায় আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা হবে। ৩২টি দলের দেশসেরা ৯৬জন বিতার্কিক অংশগ্রহণ করবেন। বিতর্কটি সংসদীয় পদ্ধতিতে সারাদেশের ১৯টি সরকারী বিশ্ববিদ্যালয়, ১০টি বেসরকারী বিশ্ববিদ্যালয় ও ৪টি সরকারী-বেসরকারী স্নাতকোত্তর কলেজসহ মোট ৩২টি দল অংশগ্রহণ করবে।