“তুমি রইবে আমার নিরবতায়”

কবি হাসিনা মরিয়ম


একদিন সব রবে
আমি চলে যাব...
এই পথ,পথের ধারে ঘাস-
ঘাস ফড়িংদের লুকোচুরি খেলা 
সকালের কুয়াশায় আধো আলোছায়ায়..
মিষিট সুবাসিত মিঠেল হাওয়ার ঘ্রাণ,
সব তেমনি থাকবে 
যেমনটি ছিল আগে..
শুধু আমিই থাকবো না,
কোথাও কোন কিছু থেমে থাকবে না
কিশোরীর চপল হাসি,
দূরে খেয়া নৌকার মাঝির ভাটিয়ালী সুর...
কামারের হাতল পেটানো টুংটাং শব্দ
আগের মতই রবে
শুধু আমি থাকবো না..
যখন ছিলাম তোমাকে নিয়ে
সাজিয়েছি আমার স্বপ্নের বাতায়ন,
একটি কবিতা আমি বারবার লিখেছি তোমাকে নিয়ে..
তোমাকে নির্মান করেছি আমি 
আমার নিরবতায়,আমার ভালবাসায়..
তোমার ভাবনায়, তোমার জাগরনে
আমি থাকবো কি কোথাও...
জানিনা হয়তো থাকবো,হয়তো থাকবো না,
হয়তো আজ তা স্মৃতির কুয়াশায়
ঢাকা পড়ে গেছে...
তাতে কি...
আমি নাইবা রইলাম তোমার কোথাও,
শুধু তুমি রইবে আমার নিরবতায়,
আমার ভাবনায়,আমার সীমাহীন কষ্টে...।।