তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিম কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

কক্সবাজার প্রতিনিধিঃ  মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে জাতিগত নিধন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিম।

তিনি বলেছেন, রোহিঙ্গারা যাতে নিরাপদে স্বদেশে ফিরে যেতে পারে সে লক্ষে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান বাংলাদেশে সফররত তুরস্কের প্রধানমন্ত্রী।

তিনি বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের উকিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে একথা বলেন।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি বেলা ১১ টার পরে বিমানযোগে কক্সবাজার পৌঁছে সরাসরি যান উকিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে তিনি তুরস্ক ভিত্তিক সাহায্য সংস্থা আফাদ পরিচালিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এবং কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের কাছে তুরস্ক সরকারের দেয়া  ২ টি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এরপর তিনি  আশ্রিত  রোহিঙ্গাদের সাথে কথা বলেন। মাটিতে বসে তাদের র্দূদশার কথা শোনে কিছু সময়ের জন্যে আবেগাশ্রিত হয়ে পড়েন।

পরে তুরস্কের প্রধানমন্ত্রী ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে খাবার ও কিট  বিতরণ করেন।

এসময় তুরস্কের উপপ্রধানমন্ত্রী,বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী,সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিনালি এলদেরিম বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানো এবং মিয়ানমারে নিরাপদে বসাবসের জন্য আর্ন্তজাতিক মহলকে  এক যোগে কাজ করতে হবে।