তোমাকে দেখি

হাসিনা মরিয়ম

আমি দূর থেকেই তোমাকে দেখতে চাই

তুমি কেমন আছো- কেমন থাকো-

কেমন ছিলে তা শুধু দূর থেকেই জানতে চাই

                      আমি কান পেতে রাখি

এক ঝলক দমকা হাওয়ায়

      ওরা চুপি চুপি আমাকে বলে

          তুমি ভালো আছো,

যেমনটি তুমি চেয়েছো

ফুলতোলা রেশমী চাদরে...কিংবা

পাতাবাহার রিনঝিন চুরির আড়ালে

                   তুমি ভালো আছো,

রাতের নিস্তব্ধতায় চাতকের আর্তনাদে

কখনও ভাঙ্গেনি তোমার ঘুম

তুমি গভীর নিদ্রায় মগ্ন,

শাল পিয়ালের বনে

পাতা ঝরার ছমছম কাটা দেওয়া শব্দে

এতটুকু বিভ্রান্ত করেনা তোমাকে, 

তুমি ঘুমিয়ে আছো

চৈতালী দুপুরে প্রচন্ড তাপদাহে,

আমি জানি তুমি ভালো আছো

        তোমার পৃথিবীতে...

যেমনটি ছিলে সবসময়,

আমি দূর থেকেই তা অনুভব করি-

জানি তুমি ভালো আছো...তাই আমি

দূর থেকেই শুধু তোমাকে দেখি...।।