তোমার মাঝে আমি

কবি হাসিনা মরিয়ম

আমি যখনই তোমাকে দেখি

অভিভুত হয়ে যাই...তোমার চোখ...

কি আছে ওখানে-

ওখানে আছি আমি,...তোমার ঠোঁট-

গোলাপ পাপড়ির মতো ছুঁয়ে দেয় আমার দু ঠোঁট,

আকণ্ঠ পান করে যাও ফুলেল সুধা,...তোমার হাত-

রীড বাঁশির মতো সুর তোলে আমার শরীরে-

মৃদু ঝংকারে কেঁপে উঠে আমার পেলব লতানো শরীর,

শরাব পানীয়ের মতো মাদকতা ছড়ায়

আমার রক্তিম গালে...তোমার মন-

যে ছুঁয়ে দেয় আমার হৃদয় আকাশে বলাকার সারি,

তোমার লোমশ বুক...যেখানে আছে

কাশ ফুলে ছাওয়া নরম পালকের মতো সাজানো ছোট্ট কুটির,

নূপুর নিক্কনের সুর তুলে হেঁটে বেড়াই আমি

আলতার রং ছড়িয়ে দিই নিকোনো উঠানে,

জোনাকিরা আলো জ্বেলে পথ দেখায়,

আমি সেই পথ ধরে হেঁটে যাই-

তোমার কাছে...

আমার ভালবাসার কাছে...।।