দুই দিনেও পুরাপুরি নিয়ন্ত্রসে আসেনি চট্টগ্রামের আমিন জুট মিলের আগুন

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিলের ৪ নম্বর গুদামে লাগা আগুন দুই দিনেও  নিয়ন্ত্রণে আসেনি। এখনো ধোঁয়া বের হচ্ছে। যা নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশাম্বর বড়ুয়া জানান, আমিন জুট মিলে এখনো পাটের স্তুপ থেকে ধোঁয়া বের হচ্ছে। মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে পুড়ে যাওয়া এসব পাটের স্তুুপ সরিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ডাম্পিং চালাচ্ছেন।
এর আগে ওইদিন সকাল সোয়া ১০টার দিকে আমিন জুট মিলের ৪ নম্বর গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সাভির্সের কর্মীরা বিকেল চারটা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভানোর কাজ করার সময় দুই ফায়ারম্যানসহ তিনজন আহত হয়।

এদিকে, এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আমিন জুট মিল কর্তৃপক্ষ। কমিটির প্রধান করা হয়েছে জুট মিলের ডিজিএম (পার্চেজ) আহসান হাবীবকে।

কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস