দূর্নীতি

কবি-আশরাফ উদ্দিন মুকুল

মহামারী এক নীতি, 
দেশবাসীর করে ক্ষতি
তোমার চলার গতি,
লোভ তোমার টাকার প্রতি
আছে যত মহারথি,
নেই তাদের প্রেমপ্রীতি
দেশ গড়ার সুনীতি,
চলো তার উল্টোনীতি।
ইতিহাস বিকৃতি,
অন্যায়ের স্বীকৃতি
চাটুকারের সুমতি,
বেহায়ার রাজনীতি
চাকুরীতে ঘুষনীতি,
বেকারের দুর্গতি
ভেজাল দ্রব্যনীতি,
ধনী হয় রাতারাতি
অফিসে আমলানীতি,
ফাইল চলে ধীর গতি
সবলের এই নীতি,
দূর্বলের হয় ক্ষতি।
শোষনের কূটনীতি,
শিয়ালের দূর্নীতি।

বিডিসংবাদ/এএইচএস