দেশের উত্তরাঞ্চলে ভূমিকম্প

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ভারতের সিকিম সীমান্তবর্তী ভুটানিজ শহর সামজিতে।

গত সোমবার রাত ৯টা ২০ মিনিটে এ ভূ-কম্পন হয়।

ঢাকা আবহাওয়া অধিদফতরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী জহিরুল হক জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১।

তিনি জানান, ‘ঢাকা থেকে ৪০৩ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ভুটানে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে এ ভূকম্পন হয়েছে।’

এদিকে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। এর তীব্রতায় উত্তরবঙ্গ, ডুয়ার্স, আসাম, নেপাল, ভুটান এবং বিহারের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক অংশে।

ভূমি থেকে ১০ কিমি নিচে এই কম্পনের উপকেন্দ্র। আর কেন্দ্রস্থল গ্যাংটক থেকে ২৫ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্ব এলাকায়।

বিডিসংবাদ/এএইচএস