দেড়শ’ বছরের পুরোনো শিবমূর্তিটি উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে ১৫ মাস পূর্বে চুরি হওয়া দেড়শ’ বছরের পুরোনো একটি শিবমূর্তি উদ্ধার করেছে পুলিশ।  (২১ ফেব্রুয়ারি) বুধবার সন্ধ্যায় উপজেলার মল্লিক পাড়া থেকে মূর্তিটি উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ। তবে মূর্তিটি কারা পাবে সেটি নির্ধারিত হবে আদালতে।

এসব তথ্য জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা।

তিনি জানান, আকুবদন্ডী ইউনিয়নের মহাজন বাড়ির লোকজন থানায় অভিযোগ করেন ১৪ মাস আগে মন্দিরের গ্রিল কেটে চোরের দল যে শিবমূর্তিটি নিয়ে গিয়েছিল সেটি কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তরভূর্ষি মল্লিকপাড়ায় রয়েছে। এরপর পুলিশ সেটি থানায় নিয়ে আসে।

ওসি জানান, মল্লিকপাড়ার লোকজন পুলিশকে জানিয়েছে ১৫ দিন আগে পরিত্যক্ত অবস্থায় শিবমূর্তিটি পাওয়া যায়। এরপর তারা পূজা-অর্চনা শুরু করেছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে মূর্তিটি থানায় নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়। মূর্তিটি কাদের কাছে হস্তান্তর করা হবে সেটি আদালত নির্ধারণ করবে।

উল্লেখ্য আকুবদন্ডী ইউনিয়নের মহাজন বাড়ির মন্দিরের গ্রিল কেটে চোরের দল ২০১৬ সালের ১৩ নভেম্বর শিবমূর্তিটি চুরি করে নিয়ে গিয়েছিল।