নবীগঞ্জে হাওড়ের রাস্তা দখল করে ঘর-বাড়ি নির্মাণ

নবীগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার একটি হাওড়ের রাস্তার ওপর ঘর তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে একদলভুক্ত লোক।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) বরাবর অভিযোগ করেছেন সেবুল মিয়া নামের লোক।

অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের অবস্থিত মধ্যসমত মৌজা। ওই মৌজার অধীনে থাকা সরকার বাহাদুরের ১নং খাস খতিয়ানের সাবেক দাগ নং২ হাজার ৩ শত ৭৫ এবং বর্তমান দাগ নং ৫হাজার ২শত ৭৫ রাস্তা রকম ভুরি ওপর ঘর নির্মান করছেন একই ইউনিয়নের মধ্যসমত (নোয়াপাড়া) গ্রামের মৃত আব্দুল আহাদ মিয়ার পুত্র মোঃ শামীম মিয়া, মৃত রহমত উল্লার পুত্র আলেক উদ্দিন, মৃত সাহাব উদ্দিনের পুত্র মোঃ ফয়সল মিয়া, মৃত কনা মিয়ার পুত্র মোঃ হাফিজুর রহমান, ও মৃত মাশুক মিয়ার পুত্র মোঃ খালিছ মিয়া জবর দখল করে তারা  হাওড়ের রাস্তার ওপর ঘর বাড়ি নির্মান করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

এলাকাবাসীর পক্ষ থেকে সেবুল নামের লোক নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর নিকট অভিযোগ দায়ের করেছেন।