নরসিংদীতে এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষকসহ ৪ জনের সাজা

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে সদর উপজেলার মাধবদী এস. পি. ( সতিপ্রসন্ন) ইন্সস্টিটিউট-এ এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ উত্তর-পত্র তৈরির অভিযোগে বিদ্যালয়ের ৩ শিক্ষকসহ মোট ৪ জনকে ভ্রাম্যমাণ আদালত ১ মাস করে সাজা প্রদান করেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ড. সেলিম রেজা ৪ জনকে সাজা প্রদান করেন।
গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ উত্তর-পত্র তৈরির অভিযোগে সাজাপ্রাপ্তরা হচ্ছে, মাধবদী এস. পি. ইন্সস্টিটিউটের সহকারী শিক্ষক মেহেরুন নেছা, ফরিদা ইয়াছমিন, অঞ্জন দেবনাথ ও অভিভাবক মোখলেছ মিয়া।

গোপন সংবাদের ভিত্তিতে উক্ত বিদ্যালয়ের শিক্ষক ফরিদা ইয়াছমিন’র বাসা থেকে অভিযুক্তদের আটক করে। মোবাইল ফোনের মাধ্যমে তাদের অপরাধ প্রমাণিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. সেলিম রেজা। তিনি জানান, পরীক্ষা চলাকালীন প্রশ্ন-পত্র বাহিরে নিয়ে উত্তর-পত্র তৈরির অপরাধে তাদেরকে সাজা দেয়া হয়েছে।