নরসিংদীতে জীবিকার সন্ধানে এসে রোহিঙ্গা যুবক ধৃত

নরসিংদী প্রতিনিধিঃ  নরসিংদীতে হোটেলে কাজ করতে এসে ধরা পড়ে মো. জয়নাল নামে এক মিয়ানমারের নাগরিক। ধৃত রোহিঙ্গা যুবক আরাকানের হক্কডিন্না জেলার তুম্বরঘাটি উপজেলার মুন্সিপাড়া গ্রামে মৃত নূর মোহাম্মদ’র ছেলে বলে জানা গেছে।

রোহিঙ্গা উদ্বাস্তু হিসেবে তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। দীর্ঘদিন শরণার্থী শিবিরে থেকে জীবিকার সন্ধানে নরসিংদীর সদর উপজেলার ভগিরথপুর গ্রামে একটি হোটেলে কাজ নেন। তার ভাষা,বাচনভঙ্গি এবং চলাফেরায় এলাকার লোকজনের মাঝে সন্দেহ দেয়।  পরবর্তীতে ঘটনাটি স্থানীয় মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানকে অবহিত করলে তাকে সেখান থেকে শনিবার বিকালে উদ্ধার করে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সেলিম রেজার নিকট হস্তান্তর করেন।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে নিয়ে নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের শরনাপন্ন হয়।

তিনি উদ্ধারকৃত রোহিঙ্গা যুবককে আশ্রয় শিবিরে পাঠিয়ে দেবার নিদের্শ দেন।