নরসিংদীতে মাসব্যাপী ইদুঁর নিধন কর্মসূচির উদ্বোধন

নরসিংদী প্রতিনিধিঃ ‘ইদুঁর দমন সফল করি মাঠের ফসল গোলায় ভরি’ এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে ইদুঁর দমন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৬ অক্টোবর সোমবার বিশ্ব খাদ্য দিবসে নরসিংদী সদর উপজেলা মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোজাম্মেল হক।

নরসিংদী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক লতাফত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। নরসিংদী সদও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হাই’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের‌্য মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (পি,পি) ড. মো: জামাল উদ্দিন ও অতিরিক্ত উপ পরিচালক (শষ্য) মো মিজানুর রহমান।

এসময় অনুষ্ঠানে জেলার ৬ উপজেলা কৃষি কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের পরিদর্শকগণ উপস্থিত ছিলেন। নরসিংদীতে ৪ অক্টোবর থেকে ৩ নভেম্বও পর্যন্ত মাসব্যাপী ইদুঁর নিধন কর্মসূচি পরিচালিত হবে।

পরে অতিথিরা ইদুঁর নিধন ও বালাই নাশক স্টল পরিদর্শন করেন।