নরসিংদীতে স্পন্দন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ২ দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধিঃ   নরসিংদীতে স্পন্দন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ২ দিন ব্যাপি এক কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩, জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধী ব্যাক্তিদের সনদ বিষয়ক অধিকার শীর্ষক অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বশির আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিসেস নুরুন নাহার বেগম ও সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল’র প্রকল্প কর্মকর্তা মোঃ মুবজিউল আলম মুহিদ। গত ২১-২২ আগস্ট সোম ও মঙ্গলবার নরসিংদী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন স্পন্দন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্পন্দন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মিসেস রোকেয়া বেগম।

অনুষ্ঠিত ২ দিন ব্যাপি কর্মশালায় জেরার বিভিন্ন শ্রেণি ও পেশার প্রায় অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।