না’গঞ্জের বন্দরে ট্রাফিক সার্জেন্টের মোটর সাইকেলের চাপায় পথচারি নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডিএমপির ট্রাফিক সার্জেন্ট শহীদ হোসেনের মোটর সাইকেল চাপায় পথচারি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে বন্দরের সোনাকান্দা নৌ-বাহিনী পরিচালিত ডক ইয়ার্ডের সামনে এ দুঘর্টনা ঘটে। রাতেই নিহতের পরিবারদের ৫ লাখ টাকা দেয়ার মধ্যস্থতায় মামলা থেকে রক্ষা পান ট্রাফিক সার্জেন্ট শহীদ হোসেন। থানা পুলিশ মোটর সাইকেলটি আটক করলেও পড়ে ছেড়ে দেন। নিহতের নাম মিজানুর রহমান মিজু (৪০)।
বন্দর থানার ওসি আবুল কালাম জানান, ডিএমপি গুলশান জোনের সার্জেন্ট শহীদ ডিওটি শেষে সরকারি মোটর সাইকেল নিয়ে তার নিজ বাড়ি বন্দরের ঘারমোড়া আসার পথে রাত ১০ টায় সোনাকান্দা এলাকায় পথচারি মিজানুর রহমান মিজু নামের ব্যক্তিকে চাপা দেয়। স্থানীয় লোকজন মিজুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় থানা পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে। পরে নিহতের পিতা মজিবর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা আবেদ হোসেন, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের মধ্যস্থতায় সার্জেন্ট শহীদ নিহতের পরিবারকে নগদ ১ লাখ ও ৪ লাখ টাকার চেক দিয়ে সমঝোতা করেন। সমঝোতা হওয়ায় এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। নিহত মিজু বন্দরের এনায়েত নগর এলাকার মজিবর রহমানের ছেলে।