নির্বাচন আর রোহিঙ্গাকে এক সাথে মেলানোর কোনো যুক্তি নেই : ওমর ফারুক

বিডিসংবাদ ডেস্কঃ  আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ২০১১ সালের অক্টোবর মাসে রোড শো করেছিলেন খালেদা জিয়া। আবার ২০১৭ সালেও তিনি রোড মার্চের নামে রোড ক্যু করলেন। নির্বাচন আর রোহিঙ্গাকে এক সাথে মেলানোর কোনো যুক্তি নেই। রোহিঙ্গা শিবির পর্যন্ত বিএনপি নেত্রী গেলেন গাড়িবহর নিয়ে পথে পথে লোক জড়ো হলো। কিন্তু তাদের ব্যানারে দেখা গেল তারা সবাই মনোনয়ন প্রত্যাশী।

মনোনয়ন প্রত্যাশীরা পথে পথে কর্মী সমাবেশ করলেন। রোহিঙ্গা সমস্যা নিয়ে একটি ব্যানার বা ফেস্টুন দেখা গেল না। এমনকি পথে পথে বিএনপি নেত্রীর সাথে রিলিফ নিয়েও কেউ এগিয়ে এলেন না।

আজ সোমবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনউদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহম্মেদ খান প্রমুখ।