পবিত্র রমজান ভ্রাতৃত্ব আর শান্তিরবাণী নিয়ে আসে :কংজরী চৌধুরী

খাগড়াছড়ি প্রতিনিধি: পবিত্র রমজান ভ্রাতৃত্ব আর শান্তিরবাণী নিয়ে আসে। প্রধানমন্ত্রী সকলের প্রতি রমজানের পবিত্রতা রক্ষা করে শান্তি-সম্প্রীতি রক্ষার নির্দেশ দিয়ে বলেছেন, কোন ধর্ম নিয়ে কেউ যেন বির্তক সৃষ্টি না করে। কারণ ধর্ম যার যার উৎসব সবার। তাই একে অপরের প্রতি দায়িত্ববোধ, আন্তরিক হতে হবে।

গুইমারায় কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শুক্রবার ইফতার মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ধর্য্য ধারণ করে সকলে মিলেমিশে সুখ-দু:খের ভাগাভাগি করে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে রমজানের তাৎপর্য তুলে ধরেণ গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওসমান গণি।

এতে বিশেষ অতিথি ছিলেন, সিন্ধুকছড়ি ৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর বিদায়ী জোন কমান্ডার লে: কর্ণেল গোলাম ফজলে রাব্বী, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান,উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা,গুইমারা থানার অফিসার ইনচার্জ জোবাইরুল হক প্রমূখ।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক গুইমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম,মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুইয়াসহ ব্যবসায়ী,রাজনীতিবিদসহ সর্বস্থরের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।